মানুষকে সবচেয়ে বড়ো ভয়
মানুষকে সবচেয়ে বড়ো ভয়


সভ্য মানুষের ভয় অনেক কম ---
হিংস্র পশুর ভয় কবেই গেছে,
পাগলা কুকুর, শাপ আর
উপোসে মরার ভয় তুলনায় কম,
রঘু ডাকাত, বিশে ডাকাত,
কাপড় চোর, বাসন চোর আজ লুপ্তপ্রায়।
ভুতের গল্প আজও ভালো লাগে,
তবে ভুতেদের আজ অস্তিত্বের সঙ্কট।
এই সবই সভ্যতার দান।
তবু ভয় বেড়েছে ---
মানুষ আজ ভয়ে ভয়ে আছে ---
মানুষের মানুষকে ভয়!
একলা মেয়েটার পথে ঘাটে ভয়!
গুণীজনের মত প্রকাশে ভয়!
সরল প্রাণের সাইবার ক্রাইম - এর
চালাকির ফাঁদে পড়ার ভয়!
ঘুস, সেলামি, চাঁদা আর কাঠমানির ভয়!
তৈল মর্দনে অপটু শিল্পীর
হারিয়ে যাওয়ার ভয়!
নীতিহীন নেতার রোষে
নিরীহ মানুষের থানা পুলিশ-এর ভয়!
দাদা, দিদি, মামা, কাকার আদরে
দাগীর বুক ফুলিয়ে দাপিয়ে বেড়ানোর ভয়!
লক্ষ লক্ষ টাকা না থাকায়
গুণী ছেলে মেয়ের কাজ না পাওয়ার ভয়!
সংরক্ষণের গেরোয়
মেধার বছর বছর বঞ্চিত হওয়ার ভয়!
ভোট দিতে অথবা না দিতে যাওয়ার ভয়!
আবার ভোট নিতে যাওয়াও এক ভয়!
এই সব ভয় সভ্য মানুষের সৃষ্টি,
নাকি মানুষ আজ ---
বিবর্তনের বিপ্রতিপে অভিলাষী ?
মানুষকে ভালোবাসি সবচেয়ে বেশি,
তবু মানুষ আমার সবচেয়ে বড়ো ভয়!