STORYMIRROR

DR.GAUTAM MANNA

Romance Classics Inspirational

3  

DR.GAUTAM MANNA

Romance Classics Inspirational

মানুষ অমানুষেডাঃ গৌতম মান্না

মানুষ অমানুষেডাঃ গৌতম মান্না

1 min
115


শুনেছি আদিম যুগ থেকে আমাদের কে চিরকাল শুনতে হয় । কি সেই কথা? জানেন না বুঝি? আপনাদের আমাদের বাড়ীতে সমস্ত জগৎ জননীর মুখে প্রচলিত ভাষা । কী সেই ভাষা ভাবুন তো ভবতু ভবদয় ? জানার জন্য কেউ কখনো কোন দিন নিজেকে প্রশ্ন করেছেন? করেননি,যদি না করে থাকেন তাহলে একটু ভাবুন কিংবা নিজেকে নিয়ে যাচাই করুন না! দেখবেন পৃথিবীর মানুষ কী হিংস্র চোখের দায়াই দিয়ে চলেছেন! মানুষ মানুষকে প্রলুব্ধ করতে বেশি ভাবনা চিন্তা করছেন না! নিজেকে নিয়ে পৃথিবী আজ এতো ব্যস্ত হয়ে পড়েছেন, সেই শ্রেষ্ঠ্য এক অমানবিক জীব। যা এখনও পর্যন্ত বাঘের সঙ্গে মানুষের তুলনা করতে আপনার, আমার ,কোন দিক দিয়ে এতো বেশী চিন্তা করতে হয় না! তাই জগৎ লিলায় সবই তাঁর ইচ্ছেকে নিজ শক্তিতে পরিণত করতে বদ্ধ পরিকর। সমাজ আজ নিজেকে ভুলতে গিয়ে নিজেই নিজেকে হারিয়ে ফেলেছেন, এটা এক ধরনের সামাজিক সম্পর্ক বলে মডার্ন টেকনোলজির অজুহাত দিয়ে চলেছে বহু অসাধু মুখোশধারী মানুষরুপী জীব। যা আগামী দিনে প্রকাশ্যে মানুষ মানুষকে নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করতে কখনো ঘৃণা বোধ থাকবে না। আজ মানুষ,কাল সে অমানুষ! এটাই তার পরিচয়।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance