মানবজাতি
মানবজাতি
মানবজাতি
অর্ঘ্য দাস
জগৎ জুড়িয়া আছে এক জাতি।
তারই নাম মানব জাতি।
করলে মানব উপকার,
তবেই হবে ধর্ম সার,
জীবের মধ্যেই আছে শিব
ধর্ম খানি বাদ দিয়ে।
জাতের নামে হিংসা করে,
করবি শুধু রক্তপাত।
জাত হিংসা এবার ছার।
প্রত্যেকে তোরা ভাই ভাই,
মানবের মধ্যে দেবতা পাবি,
যদি করিস মানব উপকার।
31 Writing Prompt :-- Day 1
