মানবিকতা
মানবিকতা


কৃষ্ণগহ্বরের অতলে তলিয়ে যাচ্ছে মানবিকতা,
অতলান্তিক সাগরেও খুঁজে পাবে না আর,
পরিমাপক যন্ত্রের পরিসীমার বাইরে,
অবক্ষয়ের যাপন চিত্রে অস্তিত্বের সংকটে মানব বন্ধন|
জীবনের সম্মুখে জীবন সংকটে চর্যাপদের অন্তরদ্বন্ধে,
জীবন্ত লাশ ঘুরে ফিরে অবশেষে কফিনের দরবারে,
লুকানো পথের ছলচাতুরি বাস্তবে নিশানাহীন!
মানুষ পরিচয় দিতে ঘেন্না লাগে ক্ষণে ক্ষণে,
হারিয়েছি সভ্যতার বিকাশ অমানবিকতায়,
নব প্রজন্মের কাছে নির্মম কীর্তি অতীত উদাহরণ,
আবর্তনের ঋতুচক্রে মানব সভ্যতা প্রশ্নের সম্মুখীন,
শোধরানোর অপচেষ্টায় অনুসন্ধিৎসু বহুমাত্রিক দ্বিচারিতা!
মানবিকতা এখন রক্তাক্ত অমানবিকদের তালুবন্দি।
অজানা গন্তব্যস্থলে দাঁড়িয়ে আছে মানুষের অবস্থান।