STORYMIRROR

Manjula Acharya

Tragedy

3  

Manjula Acharya

Tragedy

মানবিকতা কাঁদে

মানবিকতা কাঁদে

1 min
131

চল চঞ্চলা হরিণীর চোখ

        ভীত ত্রস্ত চাহনি যে তার

যান্ত্রিক দানবের মাঝে

         ভেসে ওঠে ক্রনদন হাহাকার

না জানি কোন অপরাধে

        পেল সে যে এমন আঘাত

মুছেও মোছে না যে

         ভাগ্যের করাল করাঘাত


কত আশা, কত ভালোবাসা

       কত কিছু করার নেশা

সব কিছু ভেঙ্গে গেল অচানক

       যেন ঝড়ে ভাঙ্গা পাখীর বাসা 

মরে ও অমর সে যে

       দিয়ে গেল জীবনের বিনিময় জীবন

দেখিয়ে গেল নূতন দিশা 

      মজবুর হল ভারত সরকার করিতে

           নূতন আইন প্রণয়ন  ।।


( দিল্লীর বাসে জনৈকা যুবতীর ইজ্জত লুণ্ঠন

ও মৃত্যু উপলক্ষ্যে ) 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy