মানবিকতা কাঁদে
মানবিকতা কাঁদে
চল চঞ্চলা হরিণীর চোখ
ভীত ত্রস্ত চাহনি যে তার
যান্ত্রিক দানবের মাঝে
ভেসে ওঠে ক্রনদন হাহাকার
না জানি কোন অপরাধে
পেল সে যে এমন আঘাত
মুছেও মোছে না যে
ভাগ্যের করাল করাঘাত
কত আশা, কত ভালোবাসা
কত কিছু করার নেশা
সব কিছু ভেঙ্গে গেল অচানক
যেন ঝড়ে ভাঙ্গা পাখীর বাসা
মরে ও অমর সে যে
দিয়ে গেল জীবনের বিনিময় জীবন
দেখিয়ে গেল নূতন দিশা
মজবুর হল ভারত সরকার করিতে
নূতন আইন প্রণয়ন ।।
( দিল্লীর বাসে জনৈকা যুবতীর ইজ্জত লুণ্ঠন
ও মৃত্যু উপলক্ষ্যে )
