মা
মা


সবাই বলে আকাশের তারা হয়ে গেছো তুমি
সত্যিই কি তাই ?
রোজ সকালে সবার আগে উঠে
পরিবারকে পরম স্নেহে আগলিয়ে রাখা
সন্তানকে স্বস্নেহে বুকে আঁকড়িয়ে ধরা
সেই তুমি কিনা তারাদের রাজ্যে চলে গেছো !
তুমি কি এতোটাই স্বার্থপর হয়ে গেছো ?
ছোটবেলার সেই আমাকে একা করে দিয়ে এত দূরে চলে যাবে ,
বিশ্বাস হয়না !
দুষ্টুমির প্রশ্রয় আর ভুল শোধরানোর আশ্রয়
জীবনে এগিয়ে চলার নিশ্চয়
একদিন তো ছিলে তুমি ।
কখনও পরম বন্ধু , কখনো বা কঠোর শিক্ষক
সে ও তো ছিলে তুমি ।
পৃথিবী ছিল তোমার জন্মভুমি
কিন্তু , সংসার ছিল তোমার কর্মভূমি
সেসব নিঃস্ব করে চলে যাওয়ার মতো স্বার্থপর তো নও তুমি !
সমস্ত ঝড় – ঝাপটাকে সামনে থেকে আটকানো মহীয়সী
তুমি তো এত আত্মসর্বস্ব নও ।
আজ হয়তো তারাদের তোমাকে বেশি প্রয়োজন -
হয়তো সেখানে স্নেহের বড়ো অভাব ,
নিবিড় অন্ধকারে আলোর অভাব সেখানে
আজ এই আলোর পৃথিবীর চেয়ে
হয়তো অসীম তারাদের মাঝেই প্রয়োজন তোমার ।
তবে কথা দাও -
কোনও একদিন ওই আকাশের বুক চিরে
কোনও নতুন রূপে , কোনও নতুন শরীরে
ফিরে আসবে আবার আমাদের ঘরে ।।