মা ও মাতৃভাষা
মা ও মাতৃভাষা
ক্ষুদ্র জীবনের অনেক উচ্চাশা,
রক্তের ফোঁটায় ফোঁটায় নিদারুণ প্রচেষ্টা,
অনুভূতি গুলো ঝরে পড়ে ঘামের ন্যায়,
মা বলেছেন মাতৃভাষায় সাফল্য এনে দেয়।
লক্ষ্য জীবনের একমাত্র বিজ্ঞানের গবেষণা,
স্নায়ুর স্পন্দনে যুক্তি ও বিচারের আনাগোনা,
দৃঢ়তায় গভীর, নিবিড় মনোযোগে অধ্যবসায়
মা বলেছেন বিজ্ঞান শেখো মাতৃভাষায়।
কখনো কখনো হেথা হোথা সত্য খুঁজে বেড়ায়,
কখনো বা সন্ধ্যের আকাশে একাকী ধ্রুবতারায়,
জীবনের সত্য কোথা পাব জানিনা
মা বলেছেন মাতৃভাষায় স্বর্গ,মর্ত্য আর মদিনা।
আমি খুব ভীতু অন্ধকারে হারিয়ে যাই,
সভ্যতার জটিলতায় মনের নির্মলতা খুঁজে না পাই,
ইতিহাস পড়ি আমি, খুঁজে পাই ভবিষ্যতের উত্তমাশা,
মা বলেছেন আলোর সত্য হলো কেবলই মাতৃভাষা।
ভূগোলের সহচরী আমি এক ক্ষুদ্র প্রাণী,
ভিনগ্রহের দেশে যাব তত্ত্ব কি জানি!
কেমন করে মেটাব মোর অদম্য এই মনের আশা,
মা বলেছেন মন দিয়ে তুই পড় সকলই মাতৃভাষা।
পড়ার মধ্যে ব্রহ্মদ্যোত্যি ইংরেজিটা জাঁকিয়ে বসে,
সবাই বলে অনেক বড় পরীক্ষাতে সব ইংরেজিতেই আসে।
শিক্ষিতেরা সকলেই বহন করে ইংরেজিরই ধারা,
মা বলেছেন সঠিক শিক্ষা পেতে হলে মাতৃভাষায় সেরা।
পাড়ার দাদা ভীষন ভালো কথায় কথায় ইংরেজি,
আমি খুব শান্ত ছেলে মায়ের মত বাংলা বলি।
মামা আমায় বকে দেয়, দুঃখের সুরে ব্যক্ত করে নিরাশা,
মা বলেছেন ইংরেজি ছাড়া তোমার আশা পূরণ করবে মাতৃভাষা।
বাংলা আমার মাতৃভাষা, সৃষ্টি করে সুন্দর,
এই ভাষাতেই সাম্য রচে, ভুলে যাই জাতপাতের অন্তর।
মানবতার পূজা করে, সততার পাই প্রতিদান,
জীবনের আনন্দই মাতৃভাষায়,এটাই মায়ের শ্রেষ্ঠ দান।
