STORYMIRROR

Runa Bandyopadhyay

Abstract

4  

Runa Bandyopadhyay

Abstract

মা এ মাটি

মা এ মাটি

1 min
953

একটা আব্বুলিশ থেকে অরূপ হয়ে উঠছে দীর্ঘশ্বাস

রূপের ভেতর অশ্রু

আর তিল তিল জমে ওঠা না মেলা অঙ্ক

অসংখ্য সিঁড়ি

জমানো জিজ্ঞাসা

ছিন্নমূল থালা খুঁটে তুলছে

সাতচল্লিশ একাত্তর

কাঁটাতারে বুনে রাখা মা

মা এ মাটি


তার অলক্তচরণ ঘিরে নুয়ে পড়া আঁচল

দুলতে থাকা সম্পর্ক থেকে

সর্বনাম তুলে

উড়ে যায় অমলতাস সন্ধ্যার দিকে

রমণীয়বোধে আঙুলে জড়ানো পূর্ণিমা খুলে দেখি

অনিবার্য হয়ে উঠছে

অশ্রু ও আঁচলের প্রিয় সন্ধান


Rate this content
Log in

Similar bengali poem from Abstract