লবঙ্গলতিকা ১৫
লবঙ্গলতিকা ১৫
লবঙ্গলতিকা জীবনের অর্থ শিখতে হবে কার কাছে গিয়ে,
মোড়ে,পাড়ায় পঞ্চায়েত গড়ে ওঠে পরিবার নিয়ে
শুধু, সেই জলে সাঁতার কেটে শিখেছি কি নিশ্চিত
শুধু গন্ধ মেখেছি অজান্তেই ষড় ইন্দ্রিয়ের চেতনে অবচেতনে ফলে
শুদ্ধ, শুধু মনের কথা পড়ে নেবার ক্ষমতায় হলো না
শুধু, বয়স ,দেহ পুড়িয়ে পুড়িয়ে ,কেড়ে নেয় গৃহযুদ্ধে
ভালো , কথা যতক্ষণ শুনে চলো নীতিমালা মেনে চলো ,
এই , এই দোদুল্যমান দুলে দুলে ছেড়ে এসে
বুঝি, তোমাকে ছাড়া জীবনের সার্থকতা নেই কোনো
কোনো সাফল্যের আতর মেখে শকুনের ভীড়ে মানুষের কথা
হেসে, গড়িয়ে যায় কষাই এর ছুরি ছিঁড়ে ফেলে শিক্ষা ও হৃদয়
সব, হারিয়ে বসে অম্লান কুরুক্ষেত্র জেগে থাকে অশ্রুসিক্ত পথে
যদি, এই পথে এসে দাঁড়াতে পাশে বোধিসত্ত্ব লাভ হত, হেসে উঠতো জীবন।।

