STORYMIRROR

DR. SUNILKUMAR ROY

Romance Others

4  

DR. SUNILKUMAR ROY

Romance Others

লবঙ্গলতিকা ৬

লবঙ্গলতিকা ৬

1 min
849

লবঙ্গলতিকা ৬

লবঙ্গলতিকা 6, 9/3/22

এখনো ছায়াপথের সাথে মিশে আছি এই তো যাত্রা শুরু

তবু, কাল তোমার আমার দুজনের মাঝে চোখের ভাষায় জমবে এতধার

ছুরি ,ইস্পাত কঠিন ধার ব‍্যবচ্ছেদে পড়ে থাকবে বজ্রদীর্ণ পোড়া দাগ সোনালী ধানের ক্ষেতে

চোখ, চোখের জলের মধ‍্যে থাকবে অনাবিল ঘৃণার মরুর কান্না

এই, এই শুধু বিচ্ছেদে থেকেই যায় হাহাকার কান্না

শুধু, শুধু তুমি আর আমি ,এরমাঝে তুমি হবে কনে বউ উজ্জ্বল জ‍্যোতির্ময়ী জ‍্যোতিষ্ক

হয়ে , নিটোল স্তনের অমৃত পান করে কে যেন জেগে ওঠে

চোখে তার পঞ্চশর খেলা করে ব্রহ্মরন্ধ্রে চন্দ্রাকলা সুধাধারা বৈষ্ণবী

বিন্দু শক্তি জন্মদেবে ঐশ্বর্য ও মোক্ষলাভের দেদীপ্যমান হাসি

শীঘ্র, কনে বউ হয়ে আলোকিত করে হেঁটে যাবে কাল বহুজনসঙ্গে উলুধ্বনি

আমি, নীরব অন্ধকার ছায়াপথের পথভোলা নির্জন পুকুর পাড়ে বেঁকে জলছুঁয়ে রুগ্ন ফলবান না হয়েও

এক , মৃতমাছের মতো আকাশের দিকে তাকিয়ে জীবনের খোঁজ করে যাবো

ভেসে, ভেসে ওঠা শাদা মেঘের পালের মাঝে যে বকের ডানায় চিলের ঠোঁটের চুম্বন

তবু, ভাবে এই আকাশ পার হয়ে যাবে ,সে তো জানে না তবুও

আসে, কেন বিচ্ছেদের হাহাকার জীবন ও মৃত্যুর মাঝে জড়ের সুখের আবেশে শান্তি

আসে, মৃগতৃষ্ণা তাড়িয়ে ফেরে জীবনের ভার দুঃসহ সচেতন মননের কাছে।

@সুনীল কুমার রায় @9/3/22


Rate this content
Log in

Similar bengali poem from Romance