STORYMIRROR

Sudipta Chowdhury

Romance Tragedy

3  

Sudipta Chowdhury

Romance Tragedy

“লাজুক আঁখির লাজুক দৃষ্টি”

“লাজুক আঁখির লাজুক দৃষ্টি”

1 min
331


বাবার রাজকন্যা!

মায়ের পুতুল সোনা।

প্রথম আঁখি মেলে গুটি গুটি পায়ে-

বাবা-মায়ের আদর, স্নেহ, ভালবাসা, বকুনি আর শাসনের ছায়ায়;

থাকতে থাকতে মেয়েদের বিয়ের লগ্ন চলে আসে।

দুটি হৃদয়ের এক প্রাণ হবার নতুন অধ্যায়ের শুভারম্ভ তবে বিদায়ের করুন সুরে।

খুব কম ছেলে অনুভব করতে পারে;

একটি মেয়ের মনের যন্ত্রণা বিয়ের সময়ে।

আজ আমার স্বপ্নপূরণের দিন।

আমার ভালবাসার পাগলীটার সাথে আজ আমার আশীর্বাদ।

……….

মনটা হচ্ছে ব্যাকুল পাগলীকে নবরূপে দেখতে।

প্রতীক্ষার প্রহর শেষ করে পাগলী আমার সম্মুখে দাঁড়িয়ে।

এতো স্নিগ্ধ লাগছে ফুলের গয়নায়; পারছিলাম না আঁখি সরাতে পাগলীর থেকে।

আশীর্বাদের আংটি!

আমি আলতো করে হাত স্পর্শ করে পাগলীর অনামিকায় পড়িয়ে দিলাম আংটি।

সেও কাঁপা কাঁপা হাতে আমার হাতে পড়িয়ে দিলো।

আমার ভেতরে এক সুখানুভূতির বিদ্যুৎ খেলে গেল-আমার হাতে পাগলীটার হাত।

পাগলি!

লাজুক আঁখি নিয়ে দেখছে আমায় একটু একটু চেয়ে।

সেই লাজুক আঁখির লাজুক দৃষ্টিতে-

ছিল আমার জন্য ভালবাসা আর বাবা-মাকে ছেড়ে যাবার অশ্রুজল।



Rate this content
Log in

Similar bengali poem from Romance