কুয়াশা
কুয়াশা
শীতের ভোরে ঘুমের ঘোরে
জানলা একটু খুলে
বাইরে একটু দিতেই উঁকি
কুয়াশা এলো চলে
কুয়াশা আমায জড়িয়ে ধরে
বলল যে চুপি চুপি
পাহাড় থেকে এসেছি নেমে
কত যে কথা বাকি
আমার আস্তরণ ভেদ করে
যায় না ভালো দেখা
সবাইকে আমি যাই গো ছুঁয়ে
শীতল পরশ মাখা
কুয়াশা পেরিয়ে দৃষ্টি হারায়
আবছা যত যে ছায়া
আঁকা ছবি যেন গিয়েছে মুছে
কি মনোহর মায়া
রবির কিরণ পড়বে যখন
আমার আস্তরনে
হঠাৎ করেই মিলিয়ে যাব
না জানি কোনখানে
এই যে আছি এই তো নেই
আমি এক আলেয়া
আমার সাথে ভাব পীরতী
চলবে না তো ভায়া । ।
