STORYMIRROR

Sipra Debnath

Tragedy Fantasy

3  

Sipra Debnath

Tragedy Fantasy

কথা দিলাম

কথা দিলাম

1 min
261


হে সুর সম্রাজ্ঞী! হে সুরেশ্বরী কোকিলা! 

হে সরস্বতীর বরপুত্রী! তোমার গুনোমুগ্ধ ভক্তরা 

তোমার গানেই যে আত্মহারা।


সারা দেশ সারা বিশ্বভুবন

তোমার গানেই যে সদা থাকে মাতোয়ারা

তোমায় হারিয়ে সব আজ দিশেহারা।


তুমি সুরের গুরু

তোমার গানেইতো দিন হয় শুরু 

তোমার চলে যাওয়া

সঙ্গীত ভুবনে সূর্য অস্তমিত হওয়া 

হাজার তারারা মিলেও কি কখনো

এক সূর্যের আলো দিতে পারে?


স্বয়ং সরস্বতী তুমি

শ্রীপঞ্চমীতে মাতা এলেন 

তোমায় সঙ্গে করে নিয়ে গেলেন

এ কোন অলৌকিক ঘটনা নাকি কাকতালীয়

সরস্বতী-লোকে তুমি পাড়ি দিলে 

তারই হাত ধরে,,,কি সুখদ ছিল সে অন্তিম মুহূর্ত

না জানি তোমার জন্য

তুমি ধন্য ধন্য ধন্য।


তোমায় নিয়ে লিখছে সবাই

আমি বিহ্বল লিখতে পারছি কই?

এ মুহূর্তে ডায়রির পাতা ভেজা

লেখনী চলছে কই?

লিখব কখনো তোমায় নিয়ে অনেক,,,

কথা দিলাম-

মনে বিষাদ হাত অবশ 

তাই এখানেই লেখার ইতি টানলাম।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy