ক্ষুদ্র জীবন(3)
ক্ষুদ্র জীবন(3)


তুমি তোমার পথ ধরে
আপন ভঙ্গিমায়, নিজস্ব গতিতে;
জানলে না তুমি তোমার অপরাধ
তবুও মিশে গেলে অতৃপ্ত ধূলিতে।।
তুমি যে ক্ষুদ্র জীব মূল্য নগন্য এ জগতে
যদিও তুমি সঙ্গী চাও পাবে না তো কাউকে;
এ জগতে তুমি তুচ্ছ সকলের কাছে
"যদিও তারা শক্তিশালী" তবুও তোমায় চায় কে??
চলার পথে তুমি যে একা নেইতো তোমার সঙ্গী
তবুও তুমি সুখী,খুঁজে পেয়েছ দুর্লভ আনন্দকে;
বিতরণ করেছ অসীম ভালোবাসা সবার মাঝে "তারা যে অতি শক্তিশালী" নির্ভীকভাবে
খুন করেছে তোমার ছোট্ট হৃদয়কে।।
চক্ষু তাদের ঊর্ধ্বাকাশে, দৃষ্টি তাতে নেই যে
দেখেও দেখে না তোমার ক্ষুদ্র জীবনের সূর্যটিকে; জীবনের মূল্য যে তাদের অসীম
তোমার ক্ষুদ্র জীবনের কাছে
পায়ের নীচে চেপে মারে তোমার মতো জীবনকে।।
তারা যে জগতে শ্রেষ্ঠ,
তবুও তারা-----------------।।