STORYMIRROR

Dola Bhattacharyya

Romance Tragedy Others

2  

Dola Bhattacharyya

Romance Tragedy Others

ক্ষতি নেই

ক্ষতি নেই

1 min
92


যতটুকু পাই, 

তারে রেখে দিই স যতনে ।

যদি কিছু নাই পাই, 

ক্ষতি নেই তাতে ।

কিছু যদি দিতে চাও, 

তবে দিও প্রাণ ভরে ।

অবহেলা ভরে কিছু দিও না ।

ভালো যদি বাসো, 

তবে বিশ্বাস রেখো মনে। 

ভালো যদি নাই বাসো, 

ক্ষতি নেই তাতে ।

ভালোবেসে সুখ নয়, 

দুঃখ দিও প্রাণ ভরে ।

ঘৃণাভরে দূরে ঠেলে দিও না ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance