ক্ষতি নেই
ক্ষতি নেই
যতটুকু পাই,
তারে রেখে দিই স যতনে ।
যদি কিছু নাই পাই,
ক্ষতি নেই তাতে ।
কিছু যদি দিতে চাও,
তবে দিও প্রাণ ভরে ।
অবহেলা ভরে কিছু দিও না ।
ভালো যদি বাসো,
তবে বিশ্বাস রেখো মনে।
ভালো যদি নাই বাসো,
ক্ষতি নেই তাতে ।
ভালোবেসে সুখ নয়,
দুঃখ দিও প্রাণ ভরে ।
ঘৃণাভরে দূরে ঠেলে দিও না ।

