করোনা
করোনা


করোনার করাল রূপ ভয়াবহ,ভয়ংকর,
দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে
মারণ সংহার।
গর্জে উঠেছে ভারত বাসী
করতালি আর শাঁখে
মরণ বাঁচনের এই লড়াইয়ে
জীবনটা যেন থাকে।
গৃহবন্দী করে নিজেকে,
উপকার করো সবে।
বাঁচতে হবে আর বাঁচাতে হবে,
এই পণ করো সবে।
ভরসা রেখো নিজের উপর,
পারবে তোমরা পারবে।
ছায়া আর কায়ার এই লড়াইয়ে,
জয়ী তোমরা হবেই।
ঐক্যবদ্ধ আর মনের জোরে,
জিততে হবে নিশ্চয়ই।
রাজনীতি নয় বাঁচার নীতি,
এটাই করো মন্ত্র।
অসম যুদ্ধে পরাজিত করে,
নব যুগের সূচনা করো।