কবিতা দিবসে
কবিতা দিবসে

1 min

245
দিনের শেষে তুমিই কবিতা
সন্ধ্যা নামার গান--
তুমিই আমার প্রথম প্রেমের নীরব আহ্বান।
তুমি আমার প্রথম ভালোবাসা,
তোমায় নিয়ে রচি মনের জমে থাকা কথা।
মনকথায় বন্দী তুমি আমার চুপকথার তান,
তোমায় নিয়ে রচি আজি প্রেমের উপাখ্যান।
দিনের শেষে কবিতা তোমায় আমার নিবেদন,
মুক্ত হোক আজি মোর মনের অভিধান।
তোমায় ঘিরে আমার মনের যত অভিমান,
অক্ষরে অক্ষরে আজ ঝরে পড়ুক আমার নিবেদন ।