ছোটবেলা
ছোটবেলা


ফেরার পথে আকাশ এনো,
সঙ্গে এনো পুঞ্জ পুঞ্জ মেঘমালা,
পাড়ি দেব ওদের সঙ্গে
ফিরে যাব সেই ছোটবেলা।
মুক্ত আকাশে আমি আর মুক্ত মেঘমালা,
সঙ্গে ছোটবেলার স্মৃতিবিজড়িত
সেই সুখের ভেলা--
যেথা বুনো পাতার গন্ধে মাতাল
বাউল বাতাস,
বয়ে আনে মন কেমন করা
ভালোলাগা একরাশ।
যেথা স্বপ্নেরা ডানা মেলে
ছুঁতে চায় আকাশ।
আর মনের অন্তরালে শুধুই অবকাশ।
জীবনে নেই কোনো ব্যস্ততা আর তাড়া
স্বপ্নরা জাল বোনে সেথায় অধরা।
আজ ব্যস্ত জীবনে,
নেই কোনো ছোটবেলা।
মুক্ত আকাশে আমি আর মুক্ত মেঘমালা
সঙ্গে ছোটবেলার স্মৃতিবিজড়িত
সুখের ভেলা।