স্বপ্ন
স্বপ্ন
1 min
236
গোধুলির আলোয় স্বপ্নকে কাছে পাওয়া,
সেই স্বপ্নের হাত ধরে পাড়ি দেওয়া
মনের মানুষের সাথে,
কনে দেখা আলোয় নতুনভাবে চেনা
একে অপরকে,
গোধুলির আলোয় স্বপ্নরা আজ
বেহিসাবি খামখেয়ালি,
স্বপ্নের দুনিয়ায় আমরাও আজ বোহেমিয়ান, বেখেয়ালি।
কখনও স্বপ্নরা খাপছাড়া,
কখনও সাজানো গোছানো,
সব মিলিয়ে স্বপ্নগুলো আজও যেন মন ভরানো।