মনকেমনের অনুভূতি
মনকেমনের অনুভূতি


মনকেমনে বৃষ্টি বলে ডেকো
চাতক হয়ে সাড়া দেব,
বিন্দু বিন্দু জলকণা জমিয়ে রেখে দেব।
বিন্দু বিন্দু জমে সিন্ধু হবে জেনো,
মনকেমনের বৃষ্টি সেদিন ঝরবে
নিশ্চয়ই জেনো।
মনকেমনে রোদ্দুর হয়ে ডেকো,
মেঘলা আকাশ হয়ে সাড়া দেব,
তোমার রোদ্দুরের আভায়
মনের মেঘ কাটিয়ে নেব।
মনকেমনে এক টুকরো মেঘ হয়ে ডেকো,
পুঞ্জ পুঞ্জ মেঘমালা হয়ে
উড়ে যাব তোমার সঙ্গে,
মন কেমনের সব কারণগুলো
ভাসিয়ে নিয়ে যাব বিনা দ্বন্দ্বে।
মনকেমনে আরও একবার বৃষ্টি বলে ডেকো,
মাটির সোঁদা গন্ধ হয়ে মিশে যাব তোমার সঙ্গে
ভালোলাগার আবেশ নিয়ে
মিশে যাবো তোমার ছন্দে।