করোনা ভাইরাস আতঙ্ক
করোনা ভাইরাস আতঙ্ক
করোনা ভাইরাস আতঙ্ক
অর্ঘ্য দাস
গোটা বিশ্ব জুড়ে কাপছে সবাই
করোনা আতঙ্কে।
গোটা বিশ্বে আজ ভয়াঙ্কর রূপ নিয়েছে
করোনা ভাইরাস।
করোনা র করাল গ্রাস
আজ গোটা বিশ্বে বসিয়েছে থাবা।
বিপন্ন মানুষ আজ বাঁচার পথ খুঁজছে ।
চারিদিকে লেগে আছে শুধুই ত্রাস আর হাহাকার,
এ যে এক মারণ মহামারি ।
দোকান , বাজার, হাট, বাস- ট্রেন
অফিস আদালত ,স্কুল
কলেজ সমস্তটাই আজ লকডাউন ,
বন্ধ ঘরের মধ্যে থেকে
করতে হবে লড়াই ভাই,
বছর আট থেকে আশি সবাই থাকে যেন ঘরে ।
সবাই যেন থাকে ঘরে এবং সাবধানে ,
এই হোক আমাদের প্রতিশ্রুতি ।
আতঙ্কের আর এক নাম করোনা ভাইরাস।
করোনা ভাইরাস আর আতঙ্কে নেই কো
কোনো মানুষের ছার,
পথে ঘাটে আজ দেখা মিলছে মুখোশ পরিহিত মানুষের।
লাখে লাখে মানুষ মরছে ,
হচ্ছে শুনশান পথঘাট,
নাম তারই করোনা ভাইরাস ।
