Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Sudeb Bhadra

Tragedy Inspirational

3  

Sudeb Bhadra

Tragedy Inspirational

করোনা(9)

করোনা(9)

1 min
12.3K



সূর্যকিরণ দেখেছো তো সবাই

গ্রীষ্মকালের ঠিক বারোটার সময়;

কত তেজ আছে তাতে

কত শক্তির অধিকারী এক একটি বিন্দু কণা

কখনো মেপেছো কী? 

আমি সেই লক্ষ লক্ষ কণার সমাহার, 

সূর্যসম তেজের উৎস। 

আমার তেজে পৃথিবী ঝলসে যেতে পারে, 

প্রাণহীন নিস্তেজ মরুভূমি হয়ে যেতে পারে, 

এই মহাশূন্যের বুকে পৃথিবী হারিয়ে যেতে পারে, 

চারিদিকে অন্ধকার নেমে আসতে পারে, 

অগুনিত পরমাণুর শক্তি আমার কাছে নগন্য

আমিই তো সব শক্তির উৎস।

আমিই সেই মহাকাল। 

আমার আগমন

বিশ্ববিজয়ী মানুষের রাতের ঘুম কেড়ে নেয়

আমার নিশ্বাসে তার শ্বাস রুদ্ধ হয়ে আসে

আমি জয়ী, আমিই জয়ী

আমিই বিশ্ববিজয়ী করোনা। 

আমার জয় সুনিশ্চিত। 

বিশ্বের কোনো শক্তি আমার জয়ের বাধা হবে না

বিশ্ববিজয়ী মানুষও আমাকে রুখতে পারবে না

আমাকে হারাতে পারবে না কোনো মহাযুদ্ধে

আমিই বিশ্ববিজয়ী, আমিই করোনা। 

আমি চাইলেই আজ

বিশ্ববিজয়ীর শ্রেষ্ঠ আসন ছিনিয়ে নেব

আকাশ-বাতাস ব্রহ্মান্ড জুড়ে

কেবল ধ্বনিত হবে আমার জয়। 

আমি চাইলেই বিশ্বের বুক থেকে

বিশ্ববিজয়ীর রাজত্ব কেড়ে নিতে পারি, 

বিশ্ববিজয়ীর ঠাঁই হতে পারে আমার পদতলে।

আমি চারিদিকে হাহাকার আনতে পারি, 

আমি চাইলেই বিশ্বমহামারী আনতে পারি, 

আমি সবকিছু করতে পারি। 

কিন্তু আমি তা করবো না

আমি করতে চাইও না

আমি অকল্যান আনবো না পৃথিবীর বুকে

আমি জয়ের মুকুটমনি পরবো না, 

আমি শ্রেষ্ঠত্বের আসন নেব না, 

আমি মহামারী আনবো না, 

আমার লক্ষ্য এত ছোট নয়;

আমি পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনবো

আমি বিশ্বের বুকে একতার বীজ বুনবো

হিংসা দূর করবো সঙ্গে সংশয়ও

আমি মানবজাতির পতন ঘটাবো না

আমি তাদের মিথ্যে অহংকার বিনাশ করবো, 

আমি তাদের সঠিক পথ দেখাবো, 

আমি পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলবো

পবিত্রতার জালে মুড়িয়ে দেব, 

সমগ্র বিশ্বের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।।


   


Rate this content
Log in

More bengali poem from Sudeb Bhadra

Similar bengali poem from Tragedy