STORYMIRROR

Siddhartha Basu

Romance Tragedy

3  

Siddhartha Basu

Romance Tragedy

কোজাগরী আকাশ

কোজাগরী আকাশ

1 min
638


ভালোবাসার শুন্য রং মনের ক্যানভাসে,

শূন্যতার অনু-রণন ফেরে আকাশে বাতাসে,

অস্তরাগ শেষ বিকেলের, নীল চিঠির আশায়,

দক্ষিনা বাতাসে আসবে ভেসে কাছে আবার সেই ভরসায়।।


শেষ দেখা নিরালা দুপুরে মখমলি চুড়িদারে,

কোজাগরী আকাশে সে ঝলক ফেরে বারে বারে,

কত জল বয়ে গেল ডায়না নদীর চরে,

তোমার সেরা উপহার নিল্ বাড়ছে মোর দ্বারে।। 


চুপকথাদের বুকে আগ্লে,

জীবন যুদ্ধ মরনপন,

ঠিক যেন ডানাকাটা পাখির জীবন,

বড্ড অসময়ে চলে গেলে,

স্বপ্নের রেশটুকু মোর কাঁধে ফেলে।।


নিঝুম রাতের সিক্ত ঠোঁটের 

সেই শেষ চুম্বন, শেষ আলিঙ্গণ, 

স্মৃতি পটে ভাসে প্রতিটি দিনক্ষন,

গভীরে মন অলিন্দে তাই তারই অকাল বোধন।। 


বিনিদ্র রাতে খুঁজে ফিরি তারে,

আকাশ ভরা নক্ষত্রদের মাঝখানি, 

প্রেমের পরশে অমলিন হয়ে থাক, 

এক পাহাড়ী হৃদয় নয়নের মধ্যমনি।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance