STORYMIRROR

Manik Goswami

Fantasy Inspirational Others

3  

Manik Goswami

Fantasy Inspirational Others

কন্যা তুমি

কন্যা তুমি

1 min
195

কন্যা তুমি       Prompt - 10

মানিক চন্দ্র গোস্বামী


বাংলার ঘরে কন্যা তুমি,

গৌরবর্ণা রূপ;

ছোট থেকেই শিখতে পেরেছো

কেমনে রইবে চুপ।

মায়ের ঘরে তোমার কন্যা

কর্মে হাতেখড়ি,

শ্বশুর ঘরে যেন বাপের

মান রাখতে পারি।

মুখ বুজে কাজ করতে জানো,

স্বভাবে নও তো খল;

তবু, বদনামেরই শিরোপা নিয়ে

চোখের কোণে জল।

সকাল থেকেই ঘরের কাজে

ব্যস্ত হয়ে থাকো,

ফুরসৎ নেই তোমার কাজে,

অবসাদ জাগে নাকো।

ঘর মোছা থেকে বাসন মাজা,

রান্নার সব কাজে;

তুমি ছাড়া হবে না পূরণ,

বন্টন শেখনি যে।

ছেলেমেয়েদের তৈরী করে

স্কুলে পাঠানো থেকে,

রাতের বেলা ঘুম পাড়ানি

গানের মহড়া থাকে।

সময় মতো স্বামীর সেবা

অফিস যাবার আগে,

ব্যাগ গুছিয়ে টিফিন দেবে ,

সময় দ্রুত ভাগে।

শ্বশুর বলো, শ্বাশুড়ি বলো,

চা দিয়ে হয় শুরু;

সময়ে করো খাবার জোগাড়,

তবু, বুক করে দুরুদুরু।

হঠাৎ কোনো ভুলটি হলে

ছাড় পাবে না তুমি,

যতই তাদের তুষ্ট রাখো,

তোমায় দেবে না ক্ষমি।

প্রচুর তোমার কার্যক্ষমতা,

সবদিকে দাও নজর;

কন্যা তোমার অসীম ধৈর্য্য,

পার করো আট প্রহর।

দেবী রূপে তুমি, দশটি হাতে

সামলেছো সংসার;

উথালি ঢেউয়ে ভাসিয়ে জীবন

চাইছো শান্তির পারাবার। 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy