কল্পনা ও বাস্তব
কল্পনা ও বাস্তব


যতদূর কল্পনার জগতে থাকি,
অচেনা মানুষের সাথে জীবনকথা লিখি,
চেনা মানুষের মূকাভিনয় ভুলে থাকি!
আঁধারি স্মৃতির পাতায় অচিনপুরের সুখানুভূতি,
এইটুকুতে শান্তি, চাই না আর বাস্তবের মানুষের সান্নিধ্য;
কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে বণ্টনের গরমিল।
রাতের ঘনঘটা অবশেষে আলোয় সমর্পণ,
আবছায়া আলো আঁধারিতে ওরা আবার সক্রিয়!
আলোর রোশনাই-এ কল্পনার যাবতীয় কার্যক্রম ফর্সা -
রোদ্দুরের তাপে পুড়ে ছাই হয়ে যায় কাল্পনিক চরিত্র;
বাস্তবের ক্যানভাসে জীর্ণতার প্রতিচ্ছবি:
ভীত সন্ত্রস্ত কম্পিত মনে সংশয়ের পাহাড়,
মন যে চায় আবার গুহার আঁধারিতে কল্পলোক।