খোলা চিঠি
খোলা চিঠি
সেদিন তোমার সাথে আমার দেখা
হঠাৎ, আচমকা - - যেন কালবৈশাখী
কালো মেঘের মতোই লাগছিল তোমাকে
আদিত্য দা, তোমাকে আমার মেঘ বলে মনে হয়েছিল সেদিন - - বিশ্বাস করো
ছোট থেকে তোমার উজ্জ্বল হয়ে থাকা দেখাটাই আমার অভ্যাস ছিল
মা সবসময় বলত আমায় তোমার মত হতে
আমি কিন্তু কখনও তোমার মত হতে চাই নি
বরং তোমাকেই সূর্য বলে মেনেছিলাম
তুমি শহরে পড়তে চলে গেলে তখন আমি ক্লাস এইট
তারপর সেই সেদিন তোমাকে দেখলাম আবার
কালো মেঘের মতো নিঃস্ব
সবাই বলেছিলো তুমি নাকি উন্মাদ হয়ে গেছ
মিথ্যা বলব না, আমি ভয় পেয়েছিলাম
তুমি মুনাই বলে ডেকেছিলে
>কিন্তু আমি সাড়া দিতে পারি নি।
তারপর, ভোর রাতে শুনলাম তুমি আত্মহত্যা করেছ
কেন আদিত্য-দা, এত সহজে হেরে গেলে?
আমি কিন্তু হারি নি দেখ
কোনো অভিমান পুষে রাখি নি
তোমার মুনাই আজ নামকরা সাইকিয়াট্রিস্ট
কত হেরে যাওয়া মানুষের কাছে আলো এনে দেয়
শুধু তোমাকেই আর....!
আজ জান, ১৪ই ফ্রেব্রুয়ারি--লোকে বলে ভালোবাসার দিন
আমি শুধু জানি, আজ তোমার হারিয়ে যাওয়ার ভোর।
আমি ভালো আছি - - ভয় নেই।
শুধু তোমাকে বলা হয় নি কখনও, ভালোবাসি ।
ইতি, মুনাই।