খেয়ালের খেয়াল রেখো
খেয়ালের খেয়াল রেখো
খেয়ালের খেয়াল রাখি,
ভাবের কোমল আদরে।
ঠান্ডায় তাকে ঢেকে রাখি,
মনের উষ্ণ নরম চাদরে।
খেয়াল বাঁচে মনের গভীরে,
নিঃশ্বাস নেয় তা খোলা মাঠে।
কবরের নিচে তা হয় না খবর,
পুড়ে ছাই হয় না চন্দন কাঠে।
সবাই বলে এ শুধুই খেয়াল,
ভাবের মিছে আসা যাওয়া।
দমবন্ধ করে দিলে তার মৃত্যু,
না পায় যদি আশার হাওয়া।
যদি আমার দম বন্ধ হয়ে যায়,
চারিদিকে দেখে উঁচু দেয়াল।
সেদিন কিন্তু তুমি নিও সে ভার,
বাঁচিয়ে রেখো আমাদের খেয়াল।