STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

4  

Nityananda Banerjee

Romance Classics

খেলা

খেলা

1 min
390

প্রেমের এই ইন্টু-পিন্টু খেলা ;

কোথায় যেন যুদ্ধ যুদ্ধ ভাব,

কেটে যায় মোর জীবনের সারাবেলা;

খেলাতেই যেন সর্ব্বসিদ্ধি লাভ ।

নীল গগনে মেঘেদের আনাগোনা ;

বৃষ্টি না হয়; ঝড়ের পূর্বাভাস ,

দু'টি হৃদয়ের একান্ত জানাশোনা ;

গীতিনাট্যে ভাগ্যের পরিহাস ।

খেলা তো নয় ঘটি বাঙালের দ্বন্দ্ব ;

ময়দানে নামা রাজনৈতিক দল,

তাস পাশা দাবা যেমনটি পছন্দ ;

চাল দেওয়াটা খেলারই এক ছল ।

কদমশাখে সুর তোলে যে বাঁশী ;

কাঁখের পরে কলস উঠবে বলে,

ভূবন ভোলানো মদনমোহন হাসি ;

অধর নয়ন ভাসায় অশ্রুজলে ।

খেলা হোক বা হোক; এখন বিকেল ;

দিনের শেষে জাবর কাটার সময়,

এসেছিল প্রেম; রূপ নিয়ে বিটকেল ;

খেলব খেলা ; সন্ধ্যা বৈ তো নয় !

অন্ধকারে রাতচরা কোন পাখি ;

রাতের বেলা ঘাপটি দিয়ে থাকে,

খাল কেটে দোরে কুমীরছানায় ডাকি ;

সারাটি জীবন খেলায় খেলায় রাখে ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance