খেলা
খেলা


খেলছে সবাই অহর্নিশ ,
মাঠের মাঝে ক্রিকেট ধরে -
খেলছে সবাই চুপিসারে
নিখুঁত ভাবে মুখোশ পরে l
খেলছে সবাই খেলার পাতায়
বিশ্বকাপ এর পক্ষ নিয়ে ,
খেলার ধরণ পাল্টে যায়
প্রতিশ্রুতির আড়াল দিয়ে l
ছেলেবেলা খেলতে থাকে
নিজের মনে নিজের সুরে ,
বড়বেলা সাজায় গুটি
খেলার নিয়ম কঠিন করে l
খেলছে সবাই নিজের চাওয়ায়,
অজান্তে বা অনিচ্ছায় -
খেলার কারণ জানেনা কেউ
শুধু খেলার শেষে জিততে চায় l
খেলার ধরণ ভিন্ন ভেদি ,
খেলার মাঠে ক্লান্তি পায় -
নেশার ঘোরে মানুষ সবাই
খেলতে খেলতে হারিয়ে যায় ll