কেমন আছি তোমায় ছাড়িয়া
কেমন আছি তোমায় ছাড়িয়া
কেমন আছি তোমায় ছাড়িয়া
৪/১২/২৩
ওহে চিকন কালিয়া
এসো ব্রজে ফিরিয়া
আমারে যাও দেখিয়া
কেমন আছি তোমায় ছাড়িয়া।
বাঁশি সুর না শুনিয়া
আছি যে মরমীয়া
তোমার কথা ভাবিয়া
কেমন আছি তোমায় ছাড়িয়া।
ব্রজ ধাম ছাড়িয়া
চলে গেলে মথুরা
সুখের কথা ভাবিয়া
বলে ছিলে আসিবে ফিরিয়া।
ওহে চিকন কালিয়া
বুঝি মথুরা গিয়া
আমায় গেলে ভুলিয়া
আমারে যাও দেখিয়া
কেমন আছি তোমায় ছাড়িয়া।
@নিখিল

