STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

কেমন আছ রাজা

কেমন আছ রাজা

1 min
255

তিন তালাক আর শবরীমালার শব্দ;

রাম নয় বা মোহন বংশীধারী,

রাজার রায়ে ধর্ম হল জব্দ ;

তিনি রামমোহন সর্ব শাপহারী ।

মুক্তমনা গোঁড়ামীর দরগায় ;

ঝাপট দেয় আহত বাঘের মত,

ঊনিশ শতকের যত কড়ি বরগায় ;

অগোছালো কত পেরেক পোঁতার ক্ষত।

আড়াইশ' বছর মুখের কথা নয় ;

এখনো দুনিয়া শবরীমালায় আছে,

তিন তালাকের করতালি বিস্ময় ;

এখনো প্রিয় আমজনতার কাছে।

এখনো চিতায় সহমরণের ধারা ;

কুলুকুলু বয় মরা গাঙের স্রোতে,

এখনো কাঁদে বিবেক ধর্ষিতারা ;

নাগাল পায় না রামমোহনের পোতে।

নৈতিকতা মূল্যবোধের ক্ষয় ;

বর্তমানে পরিব্যক্ত হয়ে ,

সামাজিক ব্যাধি; অন্য কিছু নয় ;

মানবচেতনে এখনো গেল রয়ে ।

আড়াইশ'তম বছরের এই প্রাতে ;

রামমোহনের প্রত্যাগমন শ্রেয়,

আজকের দিনে এমন সুখের রাতে ;

তাঁর অবদান হেলায় করি হেয় ।

কেউ কি ভাবে ; আসত যদি সে ;

এমন কোন আকাশ ভাঙা বেলায় !

হলফ করে বলতে পারি না যে ;

অকারণ মন কেন ভাঙে অবহেলায় !

একটি কথা ইচ্ছে করে শুধাই ;

বলতে পারি কেমন আছ তুমি ,

জাতপাত আর ধর্ম করে জুদাই ;

এখনো কাঁদে আমার এ' জন্মভূমি।



Rate this content
Log in

Similar bengali poem from Classics