কে তুমি
কে তুমি
হেমন্তিকা ধানের শীষে শিশিরের পতন ঘোরে
বিজনের হিম নিশীথে কে তুমি এলে গো দোরে ।
আজি যে আমন হাসে কার্তিকী কুজ্ঝ্বটিকায় ,
কাল সে নুইয়ে মাথা তোমারে সেলাম জানায় ।
বনানীর শ্যামল শোভা আলোকে হয় যে উছল ,
কে তুমি মোর দুয়ারে দাঁড়িয়ে অশ্রুসজল -
নয়নে কুসুম কোমল মেঘেদের শুভ্র বারি ,
দ্বারে মোর করছ আঘাত - কে তুমি একলা নারী ?
গোধূলির রক্ত রাঙা বিকালের সেই প্রভাতে ,
অরুণের লাজে রাঙা মুখখানি ঢাকলে হাতে ।
চিনি না তোমায় আমি , দেখি না নয়ন মেলে ,
অধরের দুষ্টু হাসি মনে যে গো তুফান খেলে ।
কে তুমি নগ্নদেহে ঢেকে দাও মনের আকাশ ,
আমি নই কৃষ্ণকলি পরি নাই কৃত্তিকা হাস ।
কে তুমি ঈর্ষাকাতর অবেলার কুঞ্জ বীথি,
এলে মোর দুয়ারে আজ জীবনের শেষ অতিথি !

