STORYMIRROR

Sipra Debnath

Action Fantasy Others

3  

Sipra Debnath

Action Fantasy Others

কে তুমি

কে তুমি

1 min
314


তোমার অবস্থান এখন আলোকবর্ষ দূরে  

তুমি এখন অন্য কেউ 

মহাশূন্য প্রকৃত পক্ষে সুগভীর অন্ধকার হলেও

আমি সেখানে বিচ্ছুরিত আলোক ছটা দেখতে পেতাম

ভেবে নিতাম সেই উজ্জ্বল রশ্মি শুধু আমার জন্য

আমায় ছুঁয়ে যাচ্ছে আমি ভিজছি

ঘুম ভাঙ্গার পর দেখলাম সব স্বপ্ন ছিল

তুমি প্রত্যেকটা ক্ষণেই আমাকে বুঝিয়েছো

ভাঙ্গিছ গড়িছ প্রতি ক্ষণে ক্ষণে 

অভিনয় জগতের শ্রেষ্ঠ!

স্বপ্ন আর কল্পনা এক নয় স্বপ্নটা কেউ দেখায়

কল্পনাটা নিজের, আমি কল্পনা নয় বাস্তবে বিশ্বাসী

তাই বাস্তবায়ন চাই, সেখানে তোমার অনীহা।

দুদিন পর পর একটা নামের তকমা অন্যের

শরীর-মন জুড়ে এঁটে দাও। সেখানে আমার আপত্তি

আর আমার আপত্তিই আমার বিপত্তি

মাঝে মাঝে তাকে না পাওয়ার বিজ্ঞপ্তি জারি করো

সহানুভূতি আদায়ের পরিপক্ক রাস্তা

ছোটো বালক বালিকার ন্যায় লুকোচুরি খেলা

কি দরকার বল, আমি তো সেই কবে পাল তুলে

ভেলায় চড়ে ছিলাম তীরে ভীরবো বলে

খেয়াল করনি ফুটো ছিল জলে ডুবে গেছে তরী।

যেতে পারো দূরে অনেক দূরে কানামাছি খেলা

ভাল্লাগেনা নিজের সাথে নিজের প্রহসন

মন্ডা মিঠাই সন্দেশ যা যা ভালোবাসো 

সবই তোমার হাতের কাছে আছে।

মিথ্যাচার সইতে পারিনা, ঈশ্বরের খেলা মেনে নিতে হয়

কারণ তার উপরে কেউ নেই সে সব সময় ঠিক করে

আমাকে দর্শক হয়েই থাকতে হয়।

অনেক ঝড় বয়ে গেছে অনেক তুফান 

নাড়িয়ে দিয়েছে অন্তরাত্মা অস্তিত্বে প্রশ্ন করে কে তুমি???


 


Rate this content
Log in

Similar bengali poem from Action