কবিতার বিজ্ঞাপন
কবিতার বিজ্ঞাপন


একদিন আসবে
যেদিন হয়তো থাকবে না গাছ গাছালি আগলে পৃথিবীর মাটি
পাখির বাসা বন্ধু মিতালি আকাশ জোরা রোদ বৃষ্টির পরিপাটি ।
পৃথিবীর বীর্য বাঁচিয়ে নিতে থাকবে না মানুষ সম্পর্কের খাঁচায়
নদীর উঠোনে মেঘ বৃষ্টির নাচ ঘরবাঁধা অরণ্যের ডালা মাথায়
বিকেল গড়িয়ে রোদের দাম্পত্য সংসার
সৃষ্টির চত্বর নীলাভ চাঁদমগ্ন নগ্ন অন্ধকার ।
পৃথিবীর বাস্তুভূমির চতুর্দিকে মাকড়শার জাল
তেলচিটে চাদরে লাঞ্ছিত কবির শয্যা বিলাস ।
মানুষ শূন্য বস্তি ছড়ানো ছিটানো বসত বাজারে
পড়ে থাকবে কবিতার অলিন্দে শব্দের যাপ
পশু পাখি নদী বন অরণ্য গাছ গাছালির আধারে
উলঙ্গ নারীর হাজার হাজার উঠতি বিজ্ঞাপন ।