বৃষ্টি তুই
বৃষ্টি তুই


আজ শ্রাবনের পূর্ণ ধারায়
প্রতি অঙ্গে অঙ্গে তুই
হোক খুশি বা দ্বন্দ্বেরই তা
নিত্য ছায়াসঙ্গী তুই।
মেঘের দলের আধখানাতে
তোর হাসির ই রোল ওঠে
সবুজ পাতাও হাওয়ার স্পর্শে
তোর ই কথা বলে ওঠে।
ঘাসের ওপর শিশিরবিন্দু
টুকরো ছবি বয়ে বেড়ায়
মাটির সদ্য সিক্ত গন্ধ
তোর আগমন জানান দেয়।
সিক্ত মাটির পথ চলাতে
তোর হাতেরই স্পর্শ আজ
আজ পাখিদের কলতানে
সাঙ্গ তবে সকল কাজ।
রিমিঝিমি শব্দ দিয়ে
তোর কথাই বলুক প্রাণ
দিগন্তেরই সুদূর রেখায়
জন্ম নিক এক নতুন গান।।