STORYMIRROR

prodip dey

Inspirational Others

3  

prodip dey

Inspirational Others

কবিতা #  "পরস্পর"

কবিতা #  "পরস্পর"

1 min
169


আমার দুঃখে, তোমার দুঃখ যদি না সামিল থাকে,

তবে কেন ভাই দুঃখ শুনিবে, সেই পাষাণের বুকে।

চেহারা তোমার বড়ই মলিন অন্তরে খুশির ঢেউ,

তুমি কি ভাব! তোমার সে হাসি দেখিতে পারে না কেউ?

আমার দুঃখ আছে, তাই তুমি সুখকে পেয়েছ খুঁজে,

নইলে সুখের অর্থ ভবে, তুমি পাইবে না কোন কাজে।

দুঃখ কে দেখে ভয় পেওনা না, হইও না বিস্মিত্,

দুঃখকে জয় করতে পারলে, হবে সে বিশ্বজিত্।

দুঃখের উৎপত্তি যেদিন সুখের সেদিন সৃষ্টি, 

একই সাগরে উভয়ই মিশেছে তটিনীর জল বৃষ্টি।

 সুখ-দুঃখ ভালো-মন্দ রয়েছে একটি ডালাতে সাজা,

ভিক্ষারি যদি না হতো কেউ, তুমি কেমন হইতে রাজা?

হাসির পিছনে কান্না রয়েছে দুঃখের পিছনে সুখ,

আধাঁর রাতের শেষে দেখে সব রবির আলোর মুখ।

লোভের দুনিয়া ছেড়ে একদিন তুমিও যাইবে চলে,

জন্মিলে মৃত্যু অবধারিত ভবে, যাও কেন সবে ভুলে। 

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীবের পেয়ে ধরনীতে পরিচয়,

মনের কালিমা ঘুচাইতে তবু কেন করো সংশয়।

চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র রয়েছে পরস্পর সবে বাঁধা,

বিধির সৃষ্টি এই পৃথিবী, এক আজব গোলকধাঁধা।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational