STORYMIRROR

prodip dey

Abstract Others

3  

prodip dey

Abstract Others

কবিতা # ছুটি

কবিতা # ছুটি

1 min
177


অজানা দেশের অচেনা অতিথি লিখেছে যে এক চিঠি, 

ক্ষনকাল বাদে আসিবে সে ঘরে যখন পাবে সে ছুটি।

এ যেন বিশাল নিশ্চয়তা সেই নবাগমনের বার্তা,

বাধা বিপদ নাইকো সেথা, সে এক নব মুক্তির রাস্তা।

কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভাসিয়েছে সে আজ তরি,

সেই অতিথি আসবে দ্বারে যদিও শুকিয়ে যায় বারি। 

জলে স্থলে উর্দ্ধ গগনে কোথাও নাই তার প্রতিদ্বন্দ্বী,

তার শুভরথে কোন শক্তি করিতে পারেনা পথ-বন্দি।

কে যেন শুনেছে সেই বিপুল শাঁখের জয়ের হুংকার,

হ্নদয়ে জাগে পুলক শিহরণ সেই সুর বারবার।

তার রুপখানি দেখিবার তরে আখিঁ করে ছল ছল,

বিজয়ের রথ টানছে সে কি! না হারিয়ে ফেলেছে বল।

স্বপ্ন দেশের নয় সে রাজা নয় সে স্বপ্নের কোন রাণী,

অজানা দেশের অচেনা অতিথি তবু সত্যের কাহিনী। 

হইও না বিস্মিত!একদিন এসেছ তুমি সেই পথে,

সেই একরূপে সেই একসাজে সেই দেশেরই রথে।

তোমার জন্যে কেউ করেছে প্রতীক্ষা এবার করো তুমি, 

হইও না অধীর আসবে সে ফিরে যদি থাকে এই ভুমি। 

বিশ্বজগতের এই চালু প্রথা চিরদিন রয়ে যাবে,

ছুটিতে এসেছ ছুটি শেষ হলে সেখানে ফিরে যাবে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract