STORYMIRROR

prodip dey

Inspirational Others

3  

prodip dey

Inspirational Others

কবিতা # বিজয়ী বীর

কবিতা # বিজয়ী বীর

1 min
247


হে মহানায়ক, হে বিজয়ী বীর,

স্বাধীন ভারতে আজও মনে হয় আমাদের নতশির।

তুমি দিয়েছিলে ডাক, বাজিয়ে শঙ্খ এই ভারতের বুকে,

ভারত স্বাধীন, তবু আজও পরাধীন সবাই কাদেঁ দুঃখে।

বেকার ঘুরিছে অফিসে অফিসে নিয়ে বিদ‍্যার ঝুলি,

খাবারের লাগি ভিক্ষারি ঘুরিছে নিয়ে দুয়ারে থালি।

আছে যার হেথা ভুরি ভুরি টাকা সে খায় মহাভোজ,

কেউ খোঁজে রুটি দুয়ারে দুয়ারে বাঁচার লাগি রোজ।

চাষ করে চাষী পারে না যোগাতে সারা বছরের খাবার,

মনের দুঃখে তাই বলি দেয় থাকতে না পারে অনাহার।

নারী পরাধীন হচ্ছে স্বীকার নিজের আপন ঘরে,

জাতি ভেদাভেদ হিংসা করে মরছে একে অপরে।

যে সোনার ভারত গড়তে তুমি করেছিলে জীবন দান,

নিজের ঘরে নিজে পরাধীন কেহ নয় সুখী প্রান।

আপন ঘরের স্বাধীন ফেরাতে তোমার আগমন চাই,

হে মহাবীর, আমরা যেন আবার সেই সোনার ভারত পাই।





Rate this content
Log in

Similar bengali poem from Inspirational