STORYMIRROR

prodip dey

Abstract Tragedy Others

3  

prodip dey

Abstract Tragedy Others

কবিতা : সৃষ্টির সেরা জীব মানুষ

কবিতা : সৃষ্টির সেরা জীব মানুষ

1 min
461


মানুষ, তুমি নাকি সৃষ্টির সেরা জীব এই পৃথিবীর পরে!

তবে, মানুষ হয়ে করছ মানুষ খুন ভেবেছ কেমন করে?

ন‍্যায়-অন‍্যায় ভাল-মন্দ সকলি তো আছে জ্ঞান,

তবু মানুষ কেন যে করে খরাপ কাজ, মনে হয় সে যেন অজ্ঞান।

দেখেছ কটা, এই পৃথিবীতে খুন করেছে পশুরা নিজের জাতি,

কিন্তু মানুষ করছে মানুষের খুন করছে তাদের ক্ষতি।

পশুর মাথায় বুদ্ধি আছে সার্কাসেতে দেখতে পায়,

সবাইকে অবাক করে, মজার মজার খেলা দেখায়।

বাঘ-সিংহতে শিকার করে, ক্ষুধার চোটে হরিণ ধরে খায়,

মানুষও তো ইচ্ছা করে জেনে শুনে অনেক পশু কেটে খায়।

যদি এই মানব বংশ সৃষ্টি হয় দিয়ে এক নর আর নারী,

তাহলে আমারা সবাই একই পরিবার পৃথিবী মোদের বাড়ি।

তবে কেন হেথা নানা ভেদাভেদ ভিন্ন ধর্মজাতি,

মানুষ কেন করছে মানুষের খুন,কেন করছে তাদের ক্ষতি ?

কেউ হেথা খায় রাজার খাবার থাকে সৌখিন ঘরে,

গৃহহীন কেহ, পায়না একটা রুটি থাকে সারাদিন অনাহারে।

পশুরা জানে না কে তার স্ত্রী জানে না সহবাস রিতি,

মানুষ জানে সকলই নিয়ম, তবু করে নারী নির্যাতন করে নারীদের ক্ষতি।

হায়রে মানুষ, এই পৃথিবীতে তোমাদের জ্ঞান ফিরবে কবে?

মানুষ তুমি "সৃষ্টির সেরা জীব" কেমনে প্রমাণ করবে ভবে?

ন‍্যায়-অন‍্যায় ভালমন্দ কবে বুঝবে তোমরা, আর ফিরবে কবে হুষ,

মনে হয় সত্যি কি আমরা "সৃষ্টির সেরা জীব মানুষ" !



Rate this content
Log in

Similar bengali poem from Abstract