STORYMIRROR

prodip dey

Abstract Others

3  

prodip dey

Abstract Others

কবিতা # " ঘুরছে মানুষ "

কবিতা # " ঘুরছে মানুষ "

1 min
221


ঘুরছে পৃথিবী ঘুরছে মানুষ ঘুরছে সবাই ভবে,

মানবের এই গৃহ সংসার যতদিন হেথা রবে।

 আপন কর্মে ব্যস্ত সবাই মত্ত জয়ের নেশায় হেথা,

দুর্বলতার সুযোগ খুঁজে জয়ের বাঁশি বাজায় সেথা।


হে দুর্বল, শুধু শুনবে না সুর তুলে নাও বাঁশি হাতে,

চালু জগতের চলমান নর তোমাকে নেবে না সাথে। 

বাজাও বাঁশি তাদেরই মতন যত পারো করো জয়,

 নইলে তাদের স্রোতের দাপটে হয়ে যাবে তুমি ক্ষয়।


ওগো পরাজয়, স্মরণে রেখো এই পৃথিবীর নিয়ম,

নিশ্চল-তায় ধ্বংস অবধারিত, সেথায় বিজয় শক্তি কম।

এই পৃথিবীতে থেমে যাবে তুমি আর থামবে না কেহ,

সেখান হতে পতন হবে শুরু তোমার মন ও দেহ।

জগত প্রবাহের সমগতিতে চলতে তোমাকে হবে, 

নইলে তাদের সচল প্রবাহে তুমি বিপর্যস্ত হবে।

নিষ্ক্রিয়-তায় ক্ষয়প্রাপ্ত হয়ে একদিন যাবেই ভেসে,

হারিয়ে যাবে সেই পরাজয়ি কাল-স্রোতের তলদেশে। 

সক্রিয়তায় জীবনের গতি নিষ্ক্রিয়তায় আনে মৃত্যু,

এই পৃথিবীর নিয়ম বড়ই কঠোর মহাসত‍্য। 

 অনন্তকালের এই ধরা-বিধি চলছে এবং চলবে,

চলো অবিরাম, নইলে সচল গতির মহাস্রোতে তুমি বিলুপ্ত হবে।








Rate this content
Log in

Similar bengali poem from Abstract