STORYMIRROR

prodip dey

Comedy Children

3  

prodip dey

Comedy Children

কবিতা # গোঁবরগণেশ

কবিতা # গোঁবরগণেশ

2 mins
223


গোবরগণেশ নাম টি তো নয়

     গৌতম আসল নাম,

সেই নামেতে ডাকে কেন

     ভাবছো ক্ষুদিরাম!

শোনো তবে আসল কথা

     বলছি তোমায় খুলে,

গৌতম হলো হালদার পাড়ার

     নাটা নেপালের ছেলে।

সংসারেতে কাজ নাই তাঁর

     কেবল শুধু পড়া,

বছর ভরে মাষ্টার তাঁর

     থাকে হিসাব করা।

তবু ছেলে পরীক্ষাতে

     পাশ করে না মোটে,

বাবা একদিন সকালবেলা 

     ধরলো রাগের চোটে।

পারলো না তো বলতে কিছুই 

       ধরলো যেটা পড়া,

দশহাত মেপে শাস্তি দিলেন

       প্রথম নাকে কড়া।

তার পরেতে চরাত্ চরাত্

       মারলো বেতের বারি,

বললো রেগে গজগজিয়ে

       গোবরগণেশ ধারি।

সেই টা শুনে বললো পাড়ায়

       পাশের বাড়ির ভোলা,

গোবরগণেশ নামটি তাহার

       সেই থেকে হয় বলা।




Rate this content
Log in

Similar bengali poem from Comedy