STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Inspirational

3  

Paula Bhowmik

Tragedy Inspirational

কার্গিল ও গুড়িয়া

কার্গিল ও গুড়িয়া

1 min
226

কারগিল কার্গিল, লাদাখের কার্গিল! 

সমস্ত ভারতবাসীর জিতেছো দিল,

সীমান্ত রেখা ওরা করেছিলো লঙ্ঘন তাই তো____

আমাদের সেনা ভাইরা হয়ে ছিল যুদ্ধে সামিল।

বিমান বাহিনীর সেনারাও হয়েছিলো যুক্ত ______

জঙ্গী ও বিদেশী সৈন্য সেখানে করছিলো কিলবিল, 

জয় করেছিলো হিল, থাকা সত্ত্বেও নানা মুশকিল।

যোদ্ধা আরিফ হয় পাকিস্তান এর হাতে বন্দী, 

অথচ তথ্যটি থাকে একেবারে গোপন।

সেনা ঘোষনা করেছিলো তাকে যুদ্ধ পলাতক।

বাড়ির লোকে ভেবেছিল যুদ্ধটা হয়েছে প্রাণ ঘাতক!

নব বিবাহিত গুড়িয়া তাই ঠাঁই পেয়েছিল, 

নতুন স্বামী তৌফিকের সংসারে।

তারপর তো সবটাই ইতিহাস!

আরিফ এলো, স্বাভাবিক ভাবেই গুড়িয়াকে চাইলো, 

গুড়িয়াও তো একদিন ওকে ভালো বেসেছিলো! 

এদিকে গুড়িয়াও তখন সন্তানসম্ভবা, 

তৌফিক তার অনাগত সন্তানের পিতা! 

দুটো সংসারের টানাপোড়েন এ জীবন জেরবার,

গুড়িয়া শেষে আরিফের সংসারে এলো,

সন্তানের জন্মও দিলো। 

কিন্তু তার মনের কতখানি কোথায় রইলো?

মানসিক অবসাদে ভুগে ভুগে _____

গুড়িয়ার প্রাণ টাই চলে গেল।

আরো কত জনের জীবনে যে ঘটেছিল দুর্গতি,

কত কিছুই যে হয়েছিল ক্ষতি!

কি জানি হিসেব তার!

শুধু কার্গিল দিবস স্মরণ করে,

জয় হিন্দ বলি বার বার! 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy