কাঁটার গোলাপ
কাঁটার গোলাপ


পাপড়ির কোলে মাথা রেখে আমি
কাঁটার আদর পেয়েছি ,
ভাবনার বুকে মিশিয়ে আবেগ
তাই প্রেমিকা হতে চেয়েছি l
হঠাৎ বসন্তে সবাই প্রেমিক
দিনযাপনের গানে ,
চলতি হাওয়া খুব সহজে
প্রেম ভোলাতে জানে l
দিবস মেনে আসেনা গোলাপ
প্রেমিকার একা রাতে -
ছেড়ে যাওয়া হাত বসন্ত খোঁজে
স্বার্থের অজুহাতে l
তারিখ শুধু ফিরে ফিরে আসে
সময়ের পথ বেয়ে ,
দিন ফুরোলে গোলাপ ও কাঁদে
আবার ফুটতে চেয়ে ll