কাঙ্খিত - সায়নী ব্যানার্জী
কাঙ্খিত - সায়নী ব্যানার্জী


ভেসে চলেছে আজ ও ভেলা
নিমগ্ন গাঙ্গুর জলে -
কখনো ঝিলম, কখনো কোপাই,
সুদূর বিন্ধ্যাচলে l
গল্প কথায় বেহুলা বেঁচে
সধবার সিঁদুর, শাঁখে -
খনার বচন আধুনিকতায়
এখনো পিছু ডাকে l
লক্ষ্মীবারে লক্ষীমন্ত
লেলিহান শিখায় জ্বলে ,
বইয়ের পাতায় সমাজতন্ত্র
ভাসছে চোখের জলে l
সুস্থ, সুন্দর, শালীনতা
একচোখা তকমা দিয়ে,
অন্ধকারের পিশাচ রূপ
মধ্যরাতে গিয়েl
কাঙ্খিত তুমি নিরুপমা,
চারুলতা কভু নয়-
প্রতিবাদী ঝড় প্রকাশ্যে যেন
দলিত, পীড়িত হয়l
এগিয়ে যাও যতদূর
তুমি এগিয়ে যেতে পারো-
পথের শেষে পিছনে এসে
আমার কাছেতে হেরোl
অনেক নিয়ম তোমার জন্য
শতেক শিকল পায়ে ,
দায়গ্রস্ত পিতা তো এমনি
পরিবারটুকু চায় ......