Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Anindita Das

Classics

3  

Anindita Das

Classics

জয়_পরাজয়

জয়_পরাজয়

1 min
650


ভালোই আছি বেশ,

মনের আদালতে আর করি না দাবী পেশ |

এখন আবার হাসতে পারি কান্না মোছার ফাঁকে

পড়ন্ত যৌবন আজও খোঁজে অবোধ প্রেমিকাকে |

শ্রাবণ তোমার দুচোখ জুড়ে বৃষ্টি নামায় রোজ 

সিগারেটের ধোঁয়ায় দীর্ঘশ্বাস মেশে, চেনা গল্পের খোঁজ |

অহঙ্কার আজ ক্লান্ত হয়েছে দিনযাপনের শেষে

আছ জানি, থাকতে কী আদৌ পেরেছ ভালোবেসে ?


চেনা অচেনার দ্বন্দ্বে রোজ

অভিমানী মন, ক্যামেরার সামনে সুখী জীবনের পোজ |

মুখোশের মাঝে মুখ লুকিয়েছে অভিমানী ভালবাসা,

সব ছেড়ে গেছে ব্যর্থ জীবনে বাকি রয়ে গেছে আশা |

নিয়মের নাগপাশে জড়িয়ে নিজেকে বন্দী করেছ নিজে,

কান্না চেপে হাসো আজকে নিজেই জোকার সেজে |

রাতের চুপকথারা আর ব্যালকনিটা জানে 

চোরাগোপ্তা রক্ত ঝরে বুকের মধ্যিখানে |


দেখাও তবু ভালোই আছ বেশ,

চোখের নীচে জমছে কালি, ইচ্ছেরা নিরুদ্দেশ |

অনেক জনম কেটেও কাটেনি বিরহশোকের পালা 

বরণডালায় আজও পড়ে ওই ছিন্ন বরমালা |

বুকের মাঝে অবগুন্ঠনে ঢাকা সেই হাসিমুখ

লুকিয়ে দেখো প্রথম ভুলের পবিত্র অসুখ |

কে ছেড়েছিল কাকে সেকথা অনুচ্চারিত থাক,

জিতেও পরাজয়ের অসুখ আজকে দিয়েছে ডাক |


Rate this content
Log in

Similar bengali poem from Classics