জোছনা পরশে
জোছনা পরশে
ভালোবাসার আবেশ ছড়ানো স্নিগ্ধ চাঁদনী রাত,
মোহময়ী চাঁদ তারকা রাশির আলোকে দিয়েছে সাথ।
ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে আকাশের মৃদু হাসি,
আলোকেরই ঝরনা ধারায় উচ্ছ্বসিত শশী।
মৃদু সমীরণ বয়ে নিয়ে আসে আপন স্নেহের পরশ,
মায়াবী রাতের চোখের পাতায় স্বপ্ন দেখার সাহস।
নিশীথের বুকে আলোর ছোঁয়ায় দিগন্ত জুড়ে আভা,
আকাশ পথে মনের সাথে উড়ছে প্রাণের প্রভা।
নাহি দেবে ফাঁকি, স্বপ্নিল আঁখি, রূপকথা যাবে রচে,
তোমার ভাবনা, সুপ্ত রবে না, বদ্ধ দুয়ারে নেচে।
আবেগে উথাল, প্রেমী মহাকাল, নেচে ওঠে নিজ মনে,
তুমি অনন্যা, আলোক বন্যা, ছড়িও সংগোপনে।
চাঁদের বুকেতে প্রথিত কলঙ্ক তথাপি স্বপ্ন আঁকা,
মধ্য গগনে মৌন প্রেমের গভীরতা মেপে দেখা।
বিশ্রাম রত শ্রান্ত পৃথিবী, পাহারায় চাঁদ তারা,
প্রিয়ার খুশির বাঁধ ভেঙেছে বইছে বাঁধন ছাড়া।

