জলপরী
জলপরী


নরম নরম বকের সাদা পালকের মতো বুকে জল ছুঁয়ে,
ভিজে মাটির সহবাসে সবুজ কচি কচি পাতা আসে।
প্রেয়সী সাঙ্গাই আর কত দূরে তুমি যাবে মন ছুঁয়ে,
কোথায় লুকাবে তুমি বার বার ফুমডিশে ফুমডিশে?
দাঁড়িয়ে আছি রাস্তায় চোখ হস্টেলের জানালায় জানালায়,
উলুরুর মতো লাল ঠোঁটে ঠোঁট রেখে এসো তুমি হাওয়ায়...
নিম্ন উপত্যকার গহন অরণ্যে কাজুতে মুখ রেখে রেখে,
দুধের ফেনার মতো বুকের রং,সারাদেহে আঁধার নিয়েছি মেখে।