ঝেড়ে ফেলি আলসেমি
ঝেড়ে ফেলি আলসেমি


অলস দুপুরে বহমান হালকা আলসেমি,
ইচ্ছেদের বিরুদ্ধে আবারও অনিহার দাপট,
হারিয়ে যাচ্ছে সুপ্ত আকাঙ্ক্ষার ইতিকথা,
জীবনযাত্রার আঙিনায় আপন করো শপথ।
পরমেশ্বর বহ্মের অবস্থান দূরের ছবিতে,
অলসতার পাকচক্রে অন্ধকূপের জীবন;
অযাচিত হস্তক্ষেপে বেসামাল পরিবেশ,
স্বপ্নবিলাসী সংকল্প, হোঁচট খেয়ে পড়ে মন।
সময় হয়েছে নিজের বদভ্যাস পাল্টানোর,
বাস্তবের আকাশে বইছে মনোবাঞ্ছার বাতাস,
অনুপ্রবেশের খিড়কিতে এবার আলস্য বাদ,
ফিরে পাই একমুঠো অনাবিল তৃপ্তির শ্বাস।