STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

জগতমাতা

জগতমাতা

1 min
306

   জগতমাতা

মানিক চন্দ্র গোস্বামী

 

এলো আমাদের জগতমাতা

     মহাকালী এলো,

অমানিশার আঁধার ভেঙে

     আলোর প্রদীপ জ্বেলো ।

খুশির জোয়ারে ভরিয়ে দিলো

     রোশন আলোক মালা,

মনের মাঝের মলিনতায়

     শুদ্ধ করে আলা ।

মায়ের আমার রুদ্রমূর্তি

     কালো সমাজের ত্রাস,

যা কিছু ভালো রইবে সবই

     মন্দের হবে নাশ ।

সমাজ বাঁচাতে ধর্নায় শিব

     পদতলে নেয় ঠাঁই,

রাঙা হয় আরো রক্তিম মুখ

     অবনত লজ্জায় ।

কঠিন, কঠোর, রুক্ষ তবু

     মায়ের মনে মায়া,

কোমলতার প্রতীক যে মা

     ধরণীতে স্নেহ ছায়া ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics