জানি ভালোবাসো
জানি ভালোবাসো
আমায় ভালোবাসো জানি এ কথা
তবুও আমি নিঃসঙ্গ,
নিঃসঙ্গতাকেই ভালবাসি আমি
এর সাথে আমার গভীর প্রেম,
একে যে সঙ্গী করতে জানে না
সে জীবন কি জিনিস বোঝেনা
মানুষকে ও বোঝে না নিজেকে ও বোঝেনা
চেনেও না জানেও না।
নীল আকাশকে যেমন আবর্তিত করে রাখে মেঘেরা
বুকের চারপাশটা ও তেমন কিন্তু কে কষ্ট দিয়েই ঘেরা।
চাইলে কিন্তু সুখ কেনা যায়
নিজেকে বিকোতে হয় সেটা পারিনা
আসলে তেমন সুখ কিনতে চাই না।

